বাংলা আর্টিকেল লিখার নিয়ম

বাংলা আর্টিকেল লেখার নিয়ম, বাংলাতে যেকোনো ধরনের আর্টিকেল লেখার ক্ষেত্রে আগে আপনাকে বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। আজকের এই পোস্টে আর্টিকেল লেখার সমস্ত বিষয় সম্পর্কে সুন্দর একটি ধারণা দেওয়া হবে। 

আর্টিকেল লেখার ক্ষেত্রে যে ধাপগুলো প্রয়োজন এই সম্পর্কে পুরো পোস্ট জুড়ে থাকছে সুন্দর বিশ্লেষণ। 

সূচিপত্রঃ বাংলা আর্টিকেল লিখার নিয়ম

বাংলা আর্টিকেল  লিখার ক্ষেত্রে প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনিএক্ষেত্রে আপনারা ৫২ বা অভ্র এ ধরনের এগুলো ইউজ করতে পারেন  কোন বিষয়ের উপরে লিখবেন। এরপরে আপনার নেওয়ার বিষয়ে গুগলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। প্রথমে বলে রাখা ভালো লেখা সঠিক নিয়ম মেনে আর্টিকেল লিখলে গুগলে সহজেই র‍্যাংক করতে পারবেন। 

কিওয়ার্ড সম্পর্কে আপনার যদি কোন ধারণা না থাকে তাহলে এক কথায় বলা যায় আপনি এই পোস্ট বা যেকোনো বিষয় কোন শব্দ দ্বারা খুঁজে পেয়েছেন তাকে কিওয়ার্ড বলে। 

 নিম্নে তার বিস্তারিত আলোচনা করা :)

আরো পড়ুন:ফ্রিল্যান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দের সেক্টর


বাংলা টাইপিং শেখা

বাংলাতে আর্টিকেল লিখার জন্য প্রথমত আপনাকে বাংলা টাইপিং সম্পর্কে দক্ষ হতে হবে। কম্পিউটারে বাংলা টাইপিং এর জন্য একটি সফটওয়্যার এর প্রয়োজন হয়, বাংলা টাইপিং এর জন্য ভালো কিবোর্ড হলো অভ্র এবং বিজয় ৫২। তবে যারা নতুন তাদের জন্য সবচাইতে ভালো হবে অভ্র কিবোর্ড। 

বিজয় ৫২ কিবোর্ডটি সাধারনত যারা প্রফেশনাল তারা ব্যবহার করে থাকে।
সাধারণত  কিবোর্ডগুলোর বাটনে ইংরেজি অক্ষর দেওয়া থাকে। কিবোর্ডে বাংলা অক্ষর দেওয়া থাকুক বা নাই থাকুক আমরা ইচ্ছে করলেই বাংলা লিখতে পারি।

আপনার কিবোর্ডে বাংলা টাইপিং এর জন্য প্রথমে ইংরেজি থেকে বাংলাতে রূপান্তর করে নিতে হবে। সেক্ষেত্রে কিবোর্ডে  Ctrl+Alt+B  অথবা Ctrl+Alt+V বাটনগুলো একসাথে চাপতে হবে। 

গুগলে কিওয়ার্ড রিসার্চ

মানুষ কোন কিছু জানার উদ্দেশ্যে গুগলে যা লিখে সার্চ করে থাকে কিওয়ার্ড বলে। আমরা বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে যেগুলো লিখে সার্চ করে থাকি সেগুলো এক ধরনের কিওয়ার্ড। 

কিওয়ার্ড মূলত দুই প্রকার
  • Short Tail 
  • Long Tail 
দুইটি শব্দ দ্বারা গঠিত কিওয়ার্ড Short Tail কিওয়ার্ড বলে এবং তিনটি শব্দের অধিক ও দশটি শব্দের কম শব্দ দ্বারা গঠিত কিওয়ার্ড কে Long Tail কিওয়ার্ড বলে। 

নতুন অবস্থায় Long Tail কিওয়ার্ড নিয়ে কাজ করাই উত্তম, মানুষ সারা বছর সোশ্যাল মিডিয়া গুলোতে সার্চ করে এমন বিষয় নিয়ে কিওয়ার্ড বানাতে হবে। 

আরো পড়ুন:ফ্রিল্যান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দের সেক্টর


আর্টিকেল লিখার সঠিক নিয়ম

একটি ভালো এবং সুন্দর আর্টিকেল লিখতে হলে কিছু মানদন্ড রয়েছে। আমি আপনাদের কাছে সুন্দর করে সে মানদন্ডগুলো তুলে ধরে বিশ্লেষণ করবো।

 বর্তমান সময়ে আর্টিকেল রাইটিং করে আপনি একটি ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন।যদি সঠিক নিয়মে আর্টিকেল রাইটিং করতে পারেন তাহলে মাসে আপনি লক্ষাধিক টাকা পর্যন্ত ইনকাম করতে সক্ষম হবে।

আর্টিকেল রাইটিং এর সর্বপ্রথম ধাপ হলো নিস বা বিষয় নির্বাচন করা। বিষয় মানে আপনি যেই টপিকের উপরে লিখবেন সেটা নির্বাচন করা এবং সুন্দর করে সেই বিষয়ের জন্য কিওয়ার্ড রিসার্চ করা।সুন্দর নিস নির্বাচন এবং ভালো মতো কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে খুব সহজে গুগলে র‍্যাংক করাতে পারবেন।

আরো পড়ুন:ছাএ অবস্থায় মোবাইল দিয়ে ইনকাম করুন


আপনি যেই বিষয়ে লিখবেন সেটা যেন অন্য কোথাও থেকে কপি করে আনা না হয়। যদি আপনি ভুলবশত এমন কোন কাজ করে থাকেন কপিরাইট খেয়ে আপনার ওয়েবসাইটটি নষ্ট হয়ে যেতে পারে। 

সুতরাং পোস্ট লিখার ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করবেন।যখন আপনি আর্টিকেল লিখবেন আপনার প্রতিটি শব্দ স্পষ্ট এবং সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যেন পাঠল আপনার কথাগুলো খুব সুন্দর ভাবে বুঝতে পারে।সর্বদা চেষ্টা করবেন আর্টিকেলটি ভুল বানান থেকে বিরত রাখার

গুরুত্বপূর্ণ এবং কার্যকারী কিছু টিপস 

আর্টিকেল লেখার সময় সর্বদা কিছু নীতিমালা মেনে লিখতে হয়। সমস্ত নীতিমালা মেনে আর্টিকেল লেখার ফলে আপনারা আর্টিকেলটি গুগলে র‍্যাংক করানো সহজ হবে এবং আর্টিকেলটি মার্জিত হবে। 

নিম্নে কিছু টিপস দেওয়া হলো

  • প্রথমত আর্টিকেলের বিষয়বস্তু আপনাকে সুন্দর করে উপস্থাপন করতে হবে। 
  • বানান ভুল বিভিন্ন প্রকার ত্রুটি এগুলো থেকে বিরত থাকতে হবে। 
  • চেষ্টা করবেন আর্টিকেলের মাঝে কিছু বাটন এড করা যেগুলোতে আপনার অন্য পোস্টে লিংক থাকবে। 
  • আপনার সাথে যোগাযোগ করার জন্য সোশ্যাল মিডিয়া আইকন গুলো এড রাখতে পারেন। 
  • আর্টিকেল পরে নিচে পাঠকের মন্তব্য জানানোর জন্য কমেন্ট বক্স চালু রাখবেন। 
  • আর্টিকেলে সর্বদা সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবেন। 
  • কোথাও থেকে কপি করে আনা এমন কোন তথ্য নিজের হাতে গেলে শেয়ার করবেন না 

আজকে আমরা খুব অল্প কিছু বিষয় নিয়ে আর্টিকেল রাইটিং এ দেখতে ধারণা পেলাম। আর্টিকেল রাইটিং মূলত কোন টপিকের ওপরে বিস্তারিত লেখা যেটা মানুষ সোশ্যাল মিডিয়াতে সার্চ করে পড়বে 

আজকের এই পোস্টটি আপনার কাছে কেমন লাগলো তা জানাতে অবশ্যই নিচের মন্তব্য বক্সে আপনার মন্তব্য  জানিয়ে যাবে। 

আরো পড়ুন:ফ্রিল্যান্সিং জগতে আমার সবচেয়ে পছন্দের সেক্টর



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইন্সপো কেয়ারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url