মারা গেছেন জনপ্রিয় অভিনেতা শাহবাজ সানী
তরুণ অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৫) সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি ফেসবুকে লিখেছেন, "অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।
শাহবাজ সানী তার অভিনয় জীবন শুরু করেছিলেন নির্মাতা ইমরাউল রাফাতের "কাছে আসার পর" নাটকের মাধ্যমে। অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকদের প্রিয় হয়ে ওঠেন এবং নির্মাতাদের আস্থা অর্জন করেন। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারকীর পরিচালনায় "আব্দুল্লাহ" নাটকে তিনি প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। তার অন্যান্য জনপ্রিয় নাটকের মধ্যে রয়েছে "চরের মাস্টার", "বিফলে মূল্য ফেরত", "ট্রাভেল শো" এবং "মহব্বত"।
তরুণ অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। তিনি গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি। শোবিজ অঙ্গনে তার সহকর্মী জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তার অকাল প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ইন্সপো কেয়ারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url